গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর
ইন্টারন্যাশনাল ডেস্কঃ গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের প্রথম এক ঘণ্টার মধ্যে ইসরাইল বা হামাসের পক্ষ থেকে কোনো হামলা-পাল্টা হামলার খবর পাওয়া যায়নি।রবিবার স্থানীয় সময় রাত ১০টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ দফার এই যুদ্ধবিরতি গাজায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীদের সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।এর আগে ফিলিস্তিনিরা হুমকি দিয়ে বলেছিলেন, মিসরের মধ্যস্থতায় কায়রোয় চলা আলোচনায় ইসরাইল রবিবারের মধ্যে না ফিরলে তারা এ স্থান ছেড়ে চলে যাবেন
ইসরাইলও বলেছিল, গাজা থেকে রকেট ছোড়া বন্ধ না হলে তাদের প্রতিনিধিরা আলোচনায় ফিরবেন না। পরে উভয়পক্ষ আকস্মিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়।মধ্যস্থতাকারী দেশ মিসর বলেছে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে উভয়পক্ষের কাছ থেকে যুগপৎ সম্মতি পাওয়া গেছে।ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির লক্ষ্যে মিসরের দেয়া প্রস্তাবটি তারা গ্রহণ করেছেন।ইসরাইলের কর্মকর্তারা জানান, যুদ্ধবিরতি কার্যকর হলে সোমবার তারা কায়রোতে মধ্যস্থতাকারী পাঠাবেন।এদিকে শুক্রবার সর্বশেষ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরাইলি হামলায় নতুন করে ২০ জন প্রাণ হারিয়েছেন।গত ৮ জুলাই থেকে এক মাসে ইসরাইলি হামলায় গাজায় ১ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ৩ জন বেসামরিক নাগরিকসহ মোট ৬৭ জন ইসরাইলি প্রাণ হারিয়েছে।