বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ফের বিতর্কে ফুটবলার মারাদোনা

ফের বিতর্কে ফুটবলার মারাদোনা 

স্পোর্টস ডেস্কঃ  দিয়েগো মারাদোনা আর বিতর্ক একে অপরের পরিপূরক! ফের সাংবাদিককে চড় মেরে ঝামেলায় জড়িয়ে পড়লেন কিংবদন্তি ফুটবলার৷ বুয়েনস আইরেসের একটি থিয়েটাারে যাচ্ছিলেন মারাদোনা ৷ তখন তাঁকে ঘিরে ধরে এক বেশ কয়েকজন সাংবাদিক ৷চিত্রসাংবাদিকরা ছবি তুলতে থাকেন ৷ তাতেই বিরক্ত হয়ে পড়েন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷ গাড়ি থেকে নেম এক সাংবাদিকের গালে চড় মারেন মারাদোনা ৷ এমমনটাই অভিযোগ করা হয়েছে আর্জেন্তিনার একটি সংবাদপত্রে ৷

maradona

সাংবাদিকরা তাঁর পিছু নেওয়ায় বিরক্তি প্রকাশ করে মারাদোনা জানান, এ সব তাঁর পছন্দ নয় ৷ এই মুহূর্তে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান না ৷ তার পর সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি তে জড়িয়ে পড়েন ১৯৮৬-র বিশ্বকাজয়ী অধিনায়ক ৷মারাদোনা বলেন, ‘এই সময়টা আমি সন্তানের জন্য বরাদ্ধ রেখেছি ৷ আজই প্রথম দিন আমি ওর সঙ্গে কাটাচ্ছি ৷ এটা ওকে আমার উপহার ৷ এখন আমি কোনও কথা বলব না ৷ আমি দিয়েগো আর্মান্দো মারাদোনা ৷ আমার বয়স ৫৩ বছর ৷’ তাতেও সাংবাদিকরা তাঁকে না-ছাড়লে গাড়ি থেকে নেমে এক সাংবাাদিকের গালে চড় লাগিয়ে দেন ৷

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone