ম্যান সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল
স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে নিল আর্সেনাল৷ রোববার ওয়েম্বলিতে ম্যানুয়েল পেলগ্রিনির দলকে ৩-০ হারায় আর্সেন ওয়েঙ্গারের দল৷
আর্সেনালের হয়ে গোল তিনটি করেন সান্তি কাজোরলা, অ্যারন র্যা মসে এবং অলিভার গিরড৷মে মাসে কাজোরলা ও র্যা মসের গোলে এফএ কাপ ফাইনালে ম্যান সিটিকে হারিয়ে ট্রফি জেতে আর্সেনাল৷ দু’ মাস পর ফের প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন দলকে হারালেন ওয়েঙ্গারের ছেলেরা৷ প্রিমিয়র লিগের ঠিক আগে চ্যাম্পিয়ন ম্যান সিটিকে হারিয়ে ট্রফি জেতায় ইপিএল-এ তাদের শুরুটা ভাল হবে বলে মনে করেন আর্সেনাল মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার৷ ১১ বছর পর ফের ইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার খিদে নিয়েই তারা মাঠে নামবে বলে জানান উইলশেয়ার৷ কমিউনিটি শিল্ড জয়ের পর উইলশেয়ার জানান, ‘আমাদের দলটা দারুণ৷ এই পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে ইপিএল-এ আমরা ভাল ফল করতে পারব
জার্মানির তিন বিশ্বকাপজয়ী খেলোয়াড় মেসুট ওজিল, পার মারটিসাকাপ এবং পোল্ডোলস্কি এদিন মাঠে নামেননি৷ কাজোরলা ২১ মিনিটের মাথায় দলকে আর্সেনালকে এগিয়ে দেন৷ প্রথমার্ধের ঠিক আগে ব্যবধান বাড়ান র্যা মসে৷ ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আর্সেনাল৷ ম্যাচের ৬১ মিনিটের মাথায় আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন গিরিড৷