পোশাক পরলো পিকের নগ্ন পোস্টার
বিনোদন ডেস্কঃ আমির খানের নতুন ছবি ‘পিকে’র পোস্টার নিয়ে সারা ভারত জুড়ে চলছে বিতর্কের ঝড়। অবশেষে নগ্ন ছবিটিকে পোশাক পড়ালেন কংগ্রেস নেতা কৃষ্ণ হেগড়ে।
এই পোস্টারটি মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই ‘অশ্লীল, ভারতীয় সংস্কৃতির অবনমন’ এই ধরনের মন্তব্য করেছিলেন এই কংগ্রেস নেতা। যখন এই বিতর্কে আমির খান নিজের পোস্টারের স্বপক্ষে বক্তব্য রাখেন, তারপরেই আমিরের নগ্ন ছবিকে জামা পড়ানোর দায়ত্ব নিয়ে নেন কৃষ্ণা হেগড়ে।
গত শনিবার ৯ অগস্ট আমির খানের পোস্টারে সবুজ রঙের প্যান্ট এবং ধূসর রঙের টি শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়।
এই প্রসঙ্গে কৃষ্ণা হেগড়ে বলেন, ‘ভারতীয় সংস্কৃতির অবমাননা’কে রুখতেই এই পদক্ষেপ নিয়েছি আমি। আশা করি আমার এই কাজটি সবাই সঠিকভাবে গ্রহণ করবেন।’ কংগ্রেস নেতার এই পদক্ষেপে এখনও টিম ‘পিকে’র তরফ থেকে কোন মন্তব্য করা হয়নি।
এই বিষয়ে উলে¬খ্য পোস্টারটি মুক্তি পাওয়ার পরেই আমিরকে সোশ্যাল ওয়েবসাইট গুলোতে সানি লিওন, পুনম পান্ডের সঙ্গে তুলনা হয়েছিল। এমনকি শাহরুখ খান নিজেদের পুরনো প্রতিদ্বন্ধিতা ঝালিয়ে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন পোস্টারটি নিয়ে।
সিনেমাটির দ্বিতীয় পোস্টার মুক্তি পাবে ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন। ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে আমির খান ছাড়াও সুশান্ত সিং রাজপুত, আনুষ্কা শর্মা এবং সঞ্জয় দত্তকে দেখা যাবে।