সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বোর্ডের
মোঃ জাফর ইকবাল, ঢাকা : এবার এইচএসসি ও সমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮.৩৩। ঢাকা বোর্ডে পাসের হার ৮৪.৫৪। জিপিএ-৫ পেয়েছে ৩১ হাজার ৯০২ জন। এদের
মধ্যে ছেলের সংখ্যা ১৭ হাজার ৭৪৩ জন এবং মেয়ে ১৪ হাজার ৩৫৯ জন
ঢাকা বোর্ডে প্রথম হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বাকি নয়টি হলো নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ খিলগাঁও এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, মাইলস্টোন কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কিংস কলেজ ও ক্যামব্রিয়ান কলেজ।এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।