ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের সৃষ্টি
টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে পাকুল্লা পর্যন্ত ২৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হযেছে।
বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে এ যানজটের সৃষ্টি হয়।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ওসি আরিফ জানান, মির্জাপুরের কুর্নী এলাকায় বালুভর্তি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
ছবিঃ মোঃ জাফর ইকবাল, এইদেশ এইসময়
এ সময় ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে পড়ে যায়।বর্তমানে মহাসড়কের এক পাশ(ফুটপাত) দিয়ে একদিকে গাড়ি চলার ব্যবস্থা করা হয়েছে।
এ কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
Posted in: জাতীয়