এইচএসসিতে পাসের হার ৭৮.৩৩
নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সারা দেশে পাসের গড় হার ৭৮.৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন। সারা দেশে ছেলেদের পাসের গড় হার ৭৭.৮৬ শতাংশ এবং মেয়েদের ৭৮.৮৬ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৪.৫৪ শতাংশ, চট্টগ্রামে ৭০.০৬ শতাংশ, বরিশালে ৭১.৭৫ শতাংশ, সিলেটে ৭৯.১৬ শতাংশ, রাজশাহীতে ৭৮.৫৫ শতাংশ ও কুমিল্লায় পাসের
ছবিঃ মোঃ জাফর ইকবাল, এইদেশ এইসময়
হার ৭০.১৪ শতাংশ। কারিগরি বোর্ডে পাসের হার ৮৫.০২ শতাংশ ও মাদ্রাসা বোর্ডে ৯৪.০৮ শতাংশ।
বুধবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেন।
দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের ওপর মূল্যায়ন তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর দেড়টা থেকে ফল পাবে শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েব মেইলের মাধ্যমে প্রাপ্ত ফল ডাইনলোড করে প্রকাশ করার জন্য www.educationboard.gov.bd ওয়েবসাইটের Webmail ব্যবহার করে প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। ডাউনলোড করার পদ্ধতি টেলিটক বাংলাদেশ লি. প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
f