শান্তি কর্মসূচির নামে অশান্তি সৃষ্টি করলে বসে থাকব না:মায়া
নিজস্ব প্রতিবেদক : ‘শোকের মাসে শান্তি কর্মসূচির নামে অশান্তি সৃষ্টি করলে কিন্তু আমরা বসে থাকব না’ বলে বিএনপির প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মায়া বলেন, ‘আমরা খালেদা জিয়াসহ বিভিন্ন দলকে বারবার অনুরোধ করেছি, শোকের মাসে যাতে কেউ বিশৃঙ্খলা করার কর্মসূচি না দেয়।
কিন্তু এরা আবার কর্মসূচি দিয়েছে। শান্তি কর্মসূচি যদি শান্ত হয়, আমাদের আপত্তি নেই।
আমরা স্বাগত জানাব কিন্তু যদি শান্তি কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলার চেষ্টা করেন, অশান্তি সৃষ্টি করেন, আমরা চুপ করে বসে থাকব না।’ তিনি আরও বলেন, ‘একদিকে শান্তির কথা বলবেন, আরেকদিকে অশান্তির চেষ্টা করবেন, এমন করলে প্রতিহত করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচন হবে ২০১৯ সালে। এর আগে কোনো ডায়ালগ (সংলাপ) নয়, কোনো নির্বাচন নয়। আমরা জনগণের সেবক। জনগণের নিরাপত্তা ও সেবার লক্ষেই কাজ করে যাব। আপনারা যারা সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ডের নেতা আছেন, তারা সংশ্লিষ্ট এলাকাতেই অবস্থান করবেন। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সতর্ক থাকবেন, প্রতিহত করবেন। জাতীয় শোক দিবসে কেন্দ্রীয় আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘোষিত কর্মসূচিতে নেতকার্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩১ আগস্ট ছাত্রলীগের আলোচনা সভা আছে। সেখানে মহানগর আওয়ামী লীগের পক্ষে আমরা যোগদান করব। এরে আগে ৩০ আগস্ট বিকেলে মহানগর নাট্যমঞ্চে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজেরে সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুকুল চৌধুরী, কামাল আহমেদ মজুমদার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।