আদালত অবমাননায় বাংলামেইলের সম্পাদক-প্রতিবেদককে হাইকোর্টে তলব
ডেস্ক রিপোর্টঃ আদালত অবমাননার অভিযোগে অনলাইন পত্রিকা বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে তলব করেছেন হাইকোর্ট।আগামী ৭ সেপ্টেম্বর হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।আদালতে আবেদনকারীর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।
তিনি বলেন, গত ২৩ জুলাই ‘সুপ্রিম কোর্টে ঈদ অফার: টাকা দিলেই খালাস’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলামেইল।এ প্রতিবেদন প্রকাশের পর তিনি বাংলামেইল বরাবরে লিগ্যাল নোটিশ দেন। কিন্তু নোটিশের জবাব না দেওয়ায় তিনি হাইকোর্টে পুনরায় রিট করেন। রিটের প্রেক্ষিতে আজ আদালত বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যা খান ও সংশ্লিষ্ট প্রতিবেদককে তলব করেন।রিটের বিবাদীরা হচ্ছেন, তথ্য, স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও শাহবাগ থানার ওসি।