পিনাক-৬ এর মালিক কারাগারে
নিজস্ব প্রতিবেদক : আড়াই শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ এমএল পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালুকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আগামী ১৮ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের আমলী আদালত আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আবু বকরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ জুলহাস। কিন্তু আবু বকরকে দেরিতে আদালতে হাজির করায়
রিমান্ড শুনানি হয়নিএ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা জুলহাস জানান, বৃহস্পতিবার মামলার রিমান্ড শুনানি অনুষ্ঠিত না হওয়ায় আগামী ১৮ আগস্ট মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশীদের আদালতে রিমান্ড শুনানি হবে।গত বুধবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে আবু বকরকে গ্রেফতার করে র্যাব। ।উল্লেখ্য, গত ৪ আগস্ট মাওয়ার পদ্মা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় এমএল পিনাক-৬। সরকারি হিসেবে এ দুর্টনায় এখনো নিখোঁজ রয়েছে ৬১ জন। লাশ উদ্ধার করা হয়েছে ৪৭ জনের।