সাকিবের ভাগ্য নির্ধারণ হবে ২৬ আগস্ট
ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট বোর্ডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গত ২ জুলাই ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয়ান লিগ খেলতে রওনা হয়েছিলেন সাকিব। লন্ডন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন দেশ সেরা এই অলরাউন্ডার। সেখান থেকে সাকিবকে দেশে ডেকে আনে বিসিবি। সাকিবের এরূপ আচরণে নড়ে চড়ে বসে বিসিবি। কড়া শাস্তির প্রস্তাব আসে বিসিবির পরিচালকদের পক্ষ থেকে। এরপর বোর্ড সভায় সাকিবকে সব ধরণের ক্রিকেট থেকে ছয় মাস এবং বিদেশি লিগগুলোতে ১৮ মাস নিষিদ্ধ করাহয়।
গত ২০ জুলাই শাস্তি কমানোর জন্য আপিল করেন সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সাকিবের আচরণে সন্তুষ্ট হয়ে শাস্তি কমানোর আশ্বাস দেন। সাকিবের শাস্তি কমানোর জন্যে অনুরোধ করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। আগামী ২৬ আগস্ট মিরপুর হোম অব ক্রিকেটে বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সেখানেই সাকিবের ভাগ্য নির্ধারণ হবে। ধারণা করা হচ্ছে ছয় মাসের নিষেধাঙ্ঘা তিন মাসে নেমে আসবে। সে হিসেবে অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। এর আগে ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলতে পারেন বাহাতি এই অলরাউন্ডার।