ইনজুরি কাটিয়ে বার্সা ক্যাম্পে নেইমার
ক্রীড়া প্রতিবেদক : মৌসুমে প্রথমবারের মত বার্সেলোনা সতীর্থদের সঙ্গে পুরো সেশন অনুশীলন করেছেন নেইমার।বুধবার বিকেলের সেশনে পুরো নম্বই মিনিট ঘাম ঝরান তিনি।পিঠের ইনজুরি কাটিয়ে দিন কয়েক আগে বার্সা ক্যাম্পে যোগ দেন নেইমার।অবশ্য এ কয়দিনে দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি।আলাদাভাবে শরীরচর্চা করে মূল অনুশীলনের জন্য প্রস্তুত হতে হয়েছে তাকে।তবে বুধাবার বিকেলে পুরোদমে অনুশীলন করেছেন এ ব্রাজিলিয়ান জিনিয়াস।এসময় তাকে যথেষ্ট ফিট দেখিয়েছে।ধারণা করা হচ্ছে,আগামী সোমবারই ম্যাচ খেলতে নেইমার।ওইদিন প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর ক্লাব লিওন ডি গুয়ানাজুটাওয়ের মুখোমুখি হবে বার্সা।
এদিকে,নেইমার পারলেও এখনও পুরোদমে অনুশীলন শুরু করতে পারেননি ইনজুরি ফেরত কাতালান অধিনায়ক জাভি ও গোলরক্ষক স্টেগেন।বুধবার সকালে তারা আলাদাভাবে হালকা অনুশীলন করেন।আর নতুন রিক্রুট ভার্মায়েলেন গতকালও ফিজিও থেরাপি ট্রিটমেন্ট নিয়েছেন।কাতালান বস লুইস এনরিকে বুধবার মূল দলের ২০ ফুটবলারকে নিয়ে অনুশীলন সেশন পরিচালনা করেন।তাছাড়া্ রিজার্ভ বেঞ্চের মুনির,গ্রিম্যাল্ডো,স্যাম্পর ও স্যান্ড্রোদেরকেও অনুশীলনে ডেকেছিলেন তিনি।