বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » খালেদা জিয়ার ৫টি জন্মদিনঃশেখ সেলিম

খালেদা জিয়ার ৫টি জন্মদিনঃশেখ সেলিম 

গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন সঠিক নয়। অথচ তিনি তা জঘন্যভাবে পালন করেন। বেগম জিয়ার ৫টি জন্মদিন। ৯১ সালে তিনি ক্ষমতায় আসার পর ১৫ আগস্ট তিনি জন্মদিন পালন করেননি।বৃহস্পতিবার দুপুরে স্থানীয় করপাড়া বাসষ্ট্যান্ডে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন ।শেখ সেলিম বলেন, যারা জাতির জনকের হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা বেগম জিয়াকে ১৫ আগস্ট জন্ম দিন পালনে উৎসহিত করেন।শেখ সেলিম বলেন, বঙ্গবন্ধু জাতিকে একটি স্বাধীন দেশ দেয়ার জন্য সারাজীবন কষ্ট করেছেন।selim

আর সেই নেতাকেই ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হলো। এই দিনে যারা মিথ্যা জন্ম দিন পালন করেন তারা জাতিকে বিভ্রান্ত করে ফায়দা লুটতে চান। তিনি বেগম জিয়াকে মিথ্যা জন্মদিন পালন না করার জন্য আহ্বান জানান।এর আগে বুধবার সন্ধ্যায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ১২০টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি।গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উরফি ইউনিয়নের চেয়ারম্যান মনির গাজী, সাবেক চেয়ারম্যান কিবরিয়া গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ হাই প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone