প্রকৃতিও কাঁদছে বঙ্গবন্ধুর জন্য
ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আজ প্রকৃতিও কাঁদছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম।বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালিকে আমরা হত্যা করেছি।
এই অপরাধীদের শাস্তি দিয়ে অপরাধের প্রায়শ্চিত করতে হবে। এ থেকে আমাদের মুক্তি নেই যতদিন বঙ্গবন্ধুর খুনীরা বেঁচে থাকবে।তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বীকৃত যে সকল কুলঙ্গার খুনিরা বেঁচে আছে তাদের দেশে ফিরে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।এ সময় বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।