গাজায় অস্ত্র বিরতি চলছে
গাজা সিটি, ফিলিস্তিন ভূ-খন্ড, ১৫ আগস্ট, ২০১৪,এইদেশ এইসময়: হামাস ও ইসরাইলের মধ্যে সম্প্রসারিত নাজুক অস্ত্র বিরতি শুক্রবার দ্বিতীয় দিনে প্রবেশ করেছে। এদিকে গাজা সংঘাতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মিশরের মধ্যস্থতায় প্রচেষ্টা চালানোর বিষয়টি উভয়পক্ষ বিবেচনা করছে।
মিশরের মধ্যস্থতায় পাঁচ দিনের এ অস্ত্র বিরতি চুক্তি সংঘাত নিরসনে একটি দীর্ঘমেয়াদী অস্ত্র বিরতি চুক্তি নিয়ে আরো আলোচনার সুযোগ করে দিয়েছে। গত ৮ জুলাই পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এক হাজার ৯৬২ জন ফিলিস্তিনি ও ৬৭ জন ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। আগের রাতে হামাসের অতর্কিত রকেট হামলা ও ইসরাইলের বিমান হামলার পর চুক্তির ভবিষ্যতের ব্যাপারে উভয় পক্ষের মধ্যে গভীর অনিশ্চয়তা থাকা সত্ত্বেও বৃহস্পতিবার গাজা ও ইসরাইলের মধ্যে কোন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেনি।
এদিকে বৃহস্পতিবার ওয়াল স্ট্রীট জার্নালের খবরে বলা হয, অস্ত্র বিরতি চুক্তি অব্যাহত থাকার সময় হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দফতরের অনুমোদন ছাড়া গত মাসে পেন্টাগন থেকে ইসরাইলকে অস্ত্র সরবরাহ করা হয়।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, বুধবার মধ্য রাত থেকে নতুন অস্ত্র বিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইসরাইলে হামাসের রকেট হামলার জবাবে ইসরাইল ও ফিলিস্তিনে বিমান হামলা চালায়। তবে এরপর তাদের মধ্যে আর কোন হামলার ঘটনা ঘটেনি।