ইরাকে জিহাদীদের বিরুদ্ধে জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাব পাস
ইন্টারন্যাশনাল ডেস্কঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাকের জিহাদীদের বিরুদ্ধে শুক্রবার সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে। কুর্দি শাসিত সিনজার থেকে ৪৫ কিলোমিটার দূরে কোচো গ্রামে ইয়াজিদি সম্প্রদায়ের উল্লেখযোগ্য সংখ্যককে হত্যার খবরের পর নিরাপত্তা পরিষদ এ প্রস্তাব পাস করলো। যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলা এবং সিরিয়ার অর্থ সহায়তা বন্ধের পর জিহাদীরা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা ইরাকী কুর্দি যোদ্ধাদের সমর্থনের বিষয়ে আলোচনা করতে ব্রাসেলসে জরুরি বৈঠকে বসতে সম্মত হয়েছে। এদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নূর-ই-আল মালিকি পদত্যাগের ঘোষণা দেয়ায় ইরাক ও বিদেশী শক্তিসমূহ একে স্বাগত জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস বলেন, ইরাককে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এটি একটি বড়ো ধরণের পদক্ষেপ। জাতিসংঘ মহাসচিব বান কি মুনও মালিকির পদত্যাগকে স্বাগত জানিয়েছেন।