বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জনগন আরও কে সচেতন হওয়ার নির্দেশ দিলেন সাহারা খাতুন

জনগন আরও কে সচেতন হওয়ার নির্দেশ দিলেন সাহারা খাতুন 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, এ দায়িত্ব নগরীর প্রতিটি মানুষের। আমরা যদি একটু সচেতন হই তাহলে আমদের নগরী সুন্দরভাবে গড়ে তুলতে পারব। তাই নগরীকে সুন্দর রাখতে জনগণকে সচেতন হতে হবে।’

sh
শনিবার সকালে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে ডিএনসিসি আয়োজিত ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান- ২০১৪’ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সাহারা খাতুন বলেন, আমরা যদি একটু সচেতন হয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকি, তাহলেই আমাদের নগরী ময়লা আবর্জনা থেকে অনেকটা মুক্তি পাবে।

শোকের মাসে পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান চেয়েছিলেন বাংলাদেশ একটি সোনার দেশ হবে। তাই নগরীকে পরিষ্কার পরিছন্ন রাখাও সোনার বাংলা গড়ার স্বপ্নের মধ্যে এটিও একটি কাজ।

তিনি আরও বলেন, এখন থেকেই সঠিক স্থানে ময়লা ফেলা এবং পরিচ্ছন্নতা বাস্তবায়নের জন্য মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফারুক জলীল বলেন, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা ও রাজধানীকে সুন্দর রাখার জন্য নগরবাসীকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ ফারুক জলীলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা, প্রধান প্রকৌশলী কর্মকর্তা ব্রিগ্রেডিয়ার জেনারেল ফিরোজ আহমেদ, অঞ্চল-১ এর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন, আওয়ামী লীগের দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone