বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » কাপাসিয়ায় জাল নোটসহ গ্রেফতার ১

কাপাসিয়ায় জাল নোটসহ গ্রেফতার ১ 

গাজীপুর প্রতিনিধি,এইদেশ এইসময়: গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ১২টায় জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মো. সানা উল্যাহ (২৫) কিশোরগঞ্জ সদরের বিন্নাহাটি আউলিয়াপাড়া এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে কাপাসিয়া থানার ডিউটি অফিসার মো. নূরে খোদা সিদ্দিক জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তরগাঁও এলাকর পুরাতন ইউনিয়ন পরিষদসংলগ্ন রহিমা আক্তারের চায়ের দোকানে চা পান করেন সানা উল্যাহ। চায়ের বিল পরিশোধের জন্য ১০০ টাকার একটি নোট দেন। পরে দোকানির সন্দেহ হলে নোটটি আশপাশের লোকজনকে দেখান। তারা নোটটাকে শনাক্ত করেন এটা জাল নোট। তারপর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তার দেহ তল্লাশি করে আরো ১০৪টি ১০০ টাকা এবং ৪০টি ৫০ টাকার জাল নোট উদ্ধার ও তাকে আটক করে। এ ব্যাপারে কাপাসিয়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেছেন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone