৭০০ উপজাতির শিরশ্ছেদ সিরিয়ায়
ইন্টারন্যাশনাল ডেস্কঃ সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজোর প্রদেশে দুই সপ্তাহ ধরে চলমান লড়াইয়ে উপজাতীয় সম্প্রদায়ের সাত শতাধিক মানুষের শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ অভিযোগ করেছে। ওই প্রদেশের আল শেইতাত উপজাতি অধ্যুষিত কয়েকটি গ্রামে এ হত্যাকাণ্ড চালায় আইএস। যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে প্রায় ১০০ জন সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনের যোদ্ধা। তবে বাকি ৬০০ জন বেসামরিক নাগরিক। প্রথমে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পরে জঙ্গিরা তাদের শিরশ্ছেদ করে বলে জানিয়েছে এসওএইচআর।
এদিকে, এক ভিডিও বার্তায় উপজাতীয় লোকদের যুদ্ধে অংশ নিতে আহ্বান জানিয়েছেন আল শেইতাত সম্প্রদায়ের প্রধান শেখ রাফা আকলা আল রাজু। তিনি বলেন, ‘সবাইকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। কারণ আগামী দিনে অন্য উপজাতিরাও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছে, আইএসের হাতে আটক আরো ১ হাজার ৮০০ মানুষের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি।
সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের নেতা হাদি আল বাহরা বলেন, ‘এ ঘটনায় আন্তর্জাতিক মহলের নীরবতা অবিশ্বাস্য। সিরিয়ায় যা ঘটছে সে বিষয়ে চোখ বন্ধ করে রাখার কোনো অজুহাত থাকতে পারে না।’
এদিকে, শুক্রবার ইরাকে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের ৮০ জনকে হত্যা করে ইসলামিক স্টেট জঙ্গিরা।
ইসলামিক স্টেট উত্তর ইরাক ও পূর্ব সিরিয়ার অনেক এলাকা দখল করে সেখানে খিলাফত বা ইসলামি রাষ্ট্র ঘোষণা করেছে।