বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বিএনপির অপচেষ্টা প্রতিহত করতে সরবদা প্রস্তুত ছাত্রলীগ

বিএনপির অপচেষ্টা প্রতিহত করতে সরবদা প্রস্তুত ছাত্রলীগ 

মোঃ জাফর ইকবাল, ঢাকা :  ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে আবার দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বিএনপির সকল অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত।  

sat

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট শিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এই সমাবেশের আয়োজন করে।   সোহাগ বলেন, ‘হাওয়া ভবনে তারেক, বাবর, মুজাহিদের পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের উত্থান হয়েছে। বিএনপি জামায়াত বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। বর্তমান শেখ হাসিনার সরকার যখন তা দমনের চেষ্টা করছে ঠিক তখনই বিএনপি জামায়াত আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এ ষড়যন্ত্র রুখে দিতে হবে।’   তিনি বলেন, ‘একদিকে শোক প্রকাশ অন্যদিকে কেক কেটে উৎসব করা- এটি কখনো কোন সভ্য দেশে শোভা পায় না। কোন মুসলমান এ কাজ করতে পারে না। আমরা এমন ঘৃণ্য কাজের নিন্দা জানাই।’   ১৭ আগস্ট বোমা হামলার সঙ্গে জড়িতদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এছাড়া দিনটিকে কালো দিবস হিসেবে ঘোষণার দাবি জানান।   ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সহ-সভাপতি ইমাউল হক সরকার টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল কবির রাহাত, হাসানুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ। 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone