শেখ হাসিনার মানসিক চিকিৎসার দরকার:হান্নান শাহ
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছেন। তার মানসিক চিকিৎসার দরকার।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজনৈতিক ফেলু ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ সভার আয়োজন করে।হান্নান শাহ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনার মানসিক চিকিৎসা করানো হবে। সে ক্ষেত্রে কোনো দালালের প্রয়োজন হবে না।
তিনি বলেন, শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দি হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে দালালের দৌরাত্ম্য ও কর্তৃপক্ষের উদাসীনতার চিত্র দেখে বোঝা যায় দেশের সকল হাসপাতালের কি অবস্থা।তিনি আরো বলেন, ক্ষমতাসীন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে স্বাস্থ্যখাতে দিনের পর দিন দুর্নীতি বেড়ে চলছে। বেসরকারি হাসপাতালগুলোর পরিবেশ ভাল থাকলেও সরকারি হাসপাতালগুলোতে দালালের দৌড়াত্ম্য বেড়েই চলেছে। এ থেকে জনসাধারণকে পরিত্রাণ দিতে সরকারের উদ্যোগ নিতে হবে।আয়োজক সংগঠনের সভাপতি এলেজা শারমীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাসাসের সাধারণ সম্পাদক সংগীত শিল্পী মনির খান, অধ্যাপক ড. আকরাম উল্লাহ শিকদার, বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক কাজী মাযহারুল ইসলাম দোলন প্রমুখ।