ভারতের উত্তর প্রদেশে বন্যায় ২৮ জনের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডের পর এবার উত্তর প্রদেশে বন্যায় ২৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশতাধিক। এছাড়া গৃহহারা হয়েছে ৬০ হাজারেরও বেশি মানুষ ।নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও পরিস্থিতি এতোই ভয়াবহ যে, উদ্ধার কাজও ব্যাহত হচ্ছেভারতের কেন্দ্রীয় সরকার প্লাবিত এলাকায় বন্যার সতর্কতা বাড়িয়ে এটিকে ‘নজিরবিহীন অবস্থা’ বলে আখ্যায়িত করেছে।
সরকারি সূত্র বলেছে, রাজ্যে এখন পর্যন্ত প্রায় ১৫ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থেকে সর্বোচ্চ সেবা দিতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীকে কাজ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে সব চিকিৎসদের ছুটি বাতিল করা হয়েছে। সেনাবাহিনী ও কেন্দ্রীয় আর্মড পুলিশকে পরিস্থিতি মোকাবেলায় মাঠে থাকতে বলা হয়েছে।উত্তর প্রদেশের সেচ প্রকল্প বিষয়ক প্রধান সহকারি দীপক সিংঘাল বলেন, শুক্রবার সূর্যু বাধের পানি সর্বোচ্চ সীমা (২.৫ লাখ কিউসেক) দিয়ে প্রবাহিত হয়। বাধগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচাতে বাঁধ গেটগুলো খুলে দেওয়া হয়েছে।এদিকে, বন্যা মোকাবেলায় উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। সর্বোচ্চ উদ্ধার তৎপরতা চালিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেওয়া হয় ওই বৈঠক থেকে। সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া