যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের কারফিউ অব্যাহত
ইন্টারন্যাশনাল ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস কাউন্টির ফার্গুসন এলাকায় দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে।৯ আগস্ট পুলিশের গুলিতে মাইকেল ব্রাউন নামে এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হয়। নিহত মাইকেল মার্কিন অ্যাটর্নি জেনারেল ছিলেন। এর প্রতিবাদে এক সপ্তাহ ধরে চলছে আন্দোলন।
পরিস্তিতি নিয়ন্ত্রণে গত শনিবার কারফিউ জারির ঘোষণা দেন মিসৌরির গভর্নর জে নিক্সন।প্রথম দফায় রোববার মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকে। কিন্তু পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হওয়ায় সোমবার রাতেও কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।এদিকে, এরিক হোল্ডার ব্রাউনের মরদেহের দ্রুত ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ৯ আগস্ট পুলিশ কর্মকর্তা ডারেন উইলসন’র গুলিতে ১৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর ও মাইকেল ব্রাউন নিহত হন। এ ঘটনায় সেন্ট লুইসের শহরতলী ফার্গুসনে সহিংসতা ছড়িয়ে পড়ে।
সূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স