বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » গাজায় নিহতের সংখ্যা ২০০০ ছাড়ল

গাজায় নিহতের সংখ্যা ২০০০ ছাড়ল 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত ইহুদিবাদীদের বর্বর হামলায় অন্তত ২০১৬ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেনgaza

 

বাস্তহারা হয়েছেন ১০ হাজার ১৯৩ জন।গাজার কর্মকর্তারা বলেছেন, ধ্বংসস্তুপ থেকে এখনো লাশ উদ্ধার হচ্ছে। এছাড়া আহতদের মধ্য থেকেও মারা গেছেন অনেকে। নিহতদের মধ্যে ৫৪০ জন শিশু বলে খবরে উল্লেখ করা হয়েছে।স্বাস্থ্য বিভাগ বলেছে, ইসরাইলের সাত বছরের কঠোর অবরোধ ও পৈশাচিক আগ্রাসনে গাজার অন্যান্য অবকাঠামোর সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাও প্রায় ধ্বংস হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ না থাকায় প্রয়োজনীয় ওষুধ এবং জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিচ্ছে। এর ফলে আহতদের অনেকেরই অকালে মৃত্যু হচ্ছে। সূত্র: আইআরআইবি

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone