অধিনায়কত্ব ত্যাগ করতে পারেন ধোনি
স্পোর্টস ডেস্কঃ বিদেশের মাটিতে একের পর এক হেরেই চলেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ইনিংস ও ২৪৪ রানে হেরে ৩-১ এ সিরিজ হাতছাড়া করতে হয়েছে দেশটিকে।
এ নিয়ে মাহেন্দ্র সিং ধোনির সমালোচনায় সরব সবাই। বিশেষ করে দেশটির ক্রিকেট হর্তাকর্তাদের কেউ-ই চান না, ক্যাপ্টেন্সিটা তার কাঁধে বহাল থাকুক। অধিনায়কত্ব
ত্যাগের ইঙ্গিত স্পষ্ট খোদ বর্তমান এই অধিনায়কের কথাবার্তায়ও।
জি নিউজের এক খবরে বলা হয়েছে,টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে ধোনিকে অব্যাহতি দেয়া হোক এমন দাবি নিয়ে অনেকদিন ধরেই ক্রিকেট পণ্ডিতরা সরব। ইংল্যান্ডের কাছে দেশটির লজ্জাজনক হারের পর এহেন কথাবার্তার পালে হাওয়া লেগেছে। টেস্ট-ওয়ানডে, টি-টুয়েন্টি’র নেতৃত্ব থেকে ধোনিকে সরানোর ব্যাপারে এখন অজ্ঞ-বিজ্ঞ সবাই মূখর। তবে ধারণা করা হচ্ছে, টেস্ট ক্রিকেটের অধিনায়ত্ব হারাতে পারেন ধোনি।
দলকে পথ দেখানোর পদ ধোনির কাঁদে থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে স্বয়ং ধোনির উত্তর, আমি জানি না আমাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে কিনা, তবে এই দায়িত্ব পালনের শক্তি বা সামর্থ আর আমার নেই। অপেক্ষা করুন, খবরটা পেয়ে যাবেন শীঘ্রই।
দলের লজ্জাজনক হারের ব্যাপারে তার বক্তব্য, টেস্ট ক্রিকেটে চাপ নিয়েই স্কোর করতে হয়। অথচ, সিরিজের শুরু থেকেই দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা চাপ নিতে পারেনি। তাদের ব্যাট থেকে ১৫০-৬০ রান এসেছে। এত কম রান করলে কখনই ‘হোম’ টিমের বিরুদ্ধে জেতা সম্ভব নয়।