বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » প্রস্তুতি ম্যাচে বড় জয় বাংলাদেশের

প্রস্তুতি ম্যাচে বড় জয় বাংলাদেশের 

স্পোর্টস ডেস্কঃ  ওয়েস্ট ইন্ডিজ সফরে মুল ময়দানি লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। এ যাত্রায় বাংলাদেশের প্রতিপক্ষ ছিল গ্রেনাডা একাদশ। তাদেরকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারল মুশফিক-তামিমরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২২ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ। ৩২২ রানের ইনিংসে তামিম ইকবালের ব্যাট থেকে

bangladesh

আসে ৯১ রান, মাহমুদুল্লাহ করেন অপরাজিত ৭৮ রান।

এ ছাড়া মুশফিকুর রহিম ৪৪, শামসুর রহমান ৩২, আনামুল হক বিজয় ২৪, নাসির হোসেন ২৪ ও ইমরুল কায়েস ১ রান করেন।
৩২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গ্রেনাডা একাদশ। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ২১৫ রানে। ফলে বাংলাদেশ জয় পায় ১০৭ রানের বড় ব্যবধানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা ৩টি, আব্দুর রাজ্জাক ও আল-আমিন হোসেন ২টি করে উইকেট নেন।
প্রথম ওয়ানডেতে ২০ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone