বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ফের এক নম্বরে সাকিব

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ফের এক নম্বরে সাকিব 

ডেস্ক রিপোর্টঃ  বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল-হাসান ফের টেস্ট অলরাউন্ডার হিসেবে র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছেন।সাকিব আল হাসানের কাছে আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংটা বোধ হয় গানের ছন্দের মতোই! এই ওঠে, এই নামে! নিজেও একবার বলেছিলেন, ‘এই ওঠানামাটা আমার ওপর খুব একটা প্রভাব ফেলে না।’ গত বছর ডিসেম্বরের পর টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আবারও এক নম্বরে উঠে এলেন সাকিব।sakib

সর্বশেষ টেস্ট খেলেছেন ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর বাংলাদেশ আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি। সাকিবেরও খেলা হয়নি কোনো টেস্ট। তার পরও বেশ কিছুদিন টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুইয়ে ছিলেন তিনি। ১১ আগস্ট র‌্যাংকিংয়ে সাকিব নেমে গেলেন এক ধাপ। সপ্তাহখানেক পরে এবার আবারও উঠে এলেন এক নম্বরে। বাংলাদেশের এ বাঁহাতি অলরাউন্ডার একে উঠে এসেছেন মূলত নিকটতম প্রতিদ্বন্দ্বিদের বাজে ফর্মের কারণে।সাকিবের রেটিং অপরিবর্তিত রয়েছে ৩৬৪ এ। তবে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে দুইয়ে চলে যাওয়া রবীচন্দন অশ্বিনের রেটিং ৩৫৭ ও তিনে থাকা ভারনন ফিল্যান্ডারের রেটিং ৩৪৮। ২০১১ সালে ডিসেম্বরে প্রথমবারের মতো এক নম্বরে ওঠেছিলেন সাকিব। সেবার এ অলরাউন্ডারের রেটিং ছিল ক্যারিয়ার সেরা ৪০৪।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone