বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ২-০ তে সিরিজ জিতলো শ্রীলংকা

২-০ তে সিরিজ জিতলো শ্রীলংকা 

স্পোর্টস ডেস্ক : মাহেলার বিদায়ী টেস্টে সফরকারী পাকিস্তানকে ১০৫ রানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতে নিলো শ্রীলংকা। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে

srilanka

টেস্টেও পঞ্চম ও শেষ দিনে ১৬৫ রানে থেমে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।

জয়ের জন্য ২৭১ রানের টার্গেটে সকালে আগের দিনের ৭ উইকেটে ১২৭ রান নিয়ে খেলতে নামে সফরকারীরা। লাঞ্চ বিরতির আগেই গুটিয়ে যায় মিসবা বাহিনী। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন সরফরাজ আহমেদ। এছাড়া আসাদ শফিকের ব্যাট থেকে আসে ৩২ রান। রঙ্গনা হেরাথ ৫৭ রানে ৫ উইকেট নিয়ে একাই পাকিস্তানের ইনিংসে ধস নামান।

প্রথম টেস্টে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরেছিলো পাকিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন লংকান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। ক্যারিয়ারের শেষ টেস্টে প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করেন মাহেলা। দু’দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ২৩ আগস্ট হামবানটোটায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone