বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বাধ্য করা হবে সরকারকে ক্ষমতা ছাড়তেঃমির্জা ফখরুল

বাধ্য করা হবে সরকারকে ক্ষমতা ছাড়তেঃমির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদকঃ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোজা আঙুলে ঘি উঠবে না। আঙুল বাঁকা করতে হবে। আন্দোলনের মাধ্যমে সরাতে হবে এই অবৈধ সরকারকে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্বার গণআন্দোলনের মাধ্যমে বাধ্য করতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। বাধ্য করতে হবে ক্ষমতা ছাড়তে।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মন্ত্রিসভায় জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদনের প্রতিবাদে ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবার ক্ষমতায় এসে একের পর এক নতুন আইন প্রণয়ন করছে সরকার। শুধু তাই নয়, বিচারপতিদের অভিসংশনের আইনও করছে। ৭৫ সালে ৪টি বাদে সব পত্রিকা বন্ধ করেছিল তারা। ৯৬ সালে ক্ষমতায় এসে ২টি পত্রিকা বন্ধ করেছিল। এবার ক্ষমতায় এসে তারা চ্যানেল ওয়ান, দিগন্ত, ইসলামিক টিভি বন্ধ করেছে। আমারদেশ বন্ধ করেছে, মাহমুদুর রহমানকে জেলে পুরেছে।

mi

ফখরুল বলেন, আওয়ামী লীগ এমন একটি দল, যারা মুখে গণতন্ত্রের কথা বলে। অন্তরে বিশ্বাস করে না। তারা জনগণের কথা চিন্তা করলে, গণতন্ত্রের কথা ভাবলে সম্প্রচার নীতিমালা করতে পারত না। বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে তুলে দেওয়ার কথা বলত না।
তিনি বলেন, সরকার এমনিতেই বিচার বিভাগ নিয়ন্ত্রণে নিয়েছে। জনগণ সঠিক বিচার পায় না। আমাদের ভাইদের- যারা প্রতিবাদ করছে তাদের ধরে নিয়ে গুলি করে মারছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘরে থেকে তুলে নিয়ে যাচ্ছে যুবকদের। তারা আর ঘরে ফিরে আসছে না।
বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক ও স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ২০ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে সমাবেশ শুরু হয়।এরপর ২০ দলীয় জোটের নেতারা বক্তৃতা শুরু করেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। মাঝে দুই দফা বেশ জোরে বৃষ্টি নামে। বৃষ্টি উপেক্ষা করেই হাজারো নেতাকর্মী বক্তাদের বক্তৃতা শুনছেন।
সমাবেশে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘এই অবৈধ সরকার জাতীয় সম্প্রচার নীতিমালা করেছে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা যাবে না এই বলে। সাগর রুনি হত্যা, শেয়ারবাজার লুণ্ঠন, নারায়ণগঞ্জের ৭ খুন ও হেফাজতের কর্মীদের হত্যা কী বিভ্রান্তিকর তথ্য?
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সাথে আমরা আছি। এ আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন। বাংলাদেশকে ৪০ বছর পিছনে নেওয়া যাবে না। ১৮ কোটি মানুষ এখন প্রতিবাদ করবে।’

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone