২৪ ঘণ্টার জন্য বাড়লো গাজা যুদ্ধবিরতি
ইন্টারন্যাশনাল ডেস্কঃ আরো ২৪ ঘণ্টার জন্য বাড়ানো হয়েছে ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি। মিশরের রাজধানী কায়রো থেকে ইরানের প্রেস টিভির সংবাদদাতা এ খবর দিয়েছেন।হামাসের পক্ষ থেকেও খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বলে প্রেস টিভি জানাচ্ছে। এছাড়া, আভাস পাওয়া যাচ্ছে- দু পক্ষের মধ্যে একটি স্থায়ী চুক্তিও হতে পারে। বিষয়টি নিশ্চিত হলে এ নিয়ে মিশরের সরকারি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন।
সোমবার রাত ১২টায় পাঁচদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। তবে তার কিছুক্ষণ আগে নতুন করে আরো ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে দু পক্ষ রাজি হলো। ফিলিস্তিনি আলোচক দলের এক কর্মকর্তা বলেছেন, স্থায়ী চুক্তির বিষয়ে সমঝোতার জন্য যুদ্ধবিরতির মেয়াদ ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে হামাস বলেছে, গাজা উপত্যকার ওপর থেকে সাত বছরের অবরোধ তুলে না নিলে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি করা সম্ভব নয়। তবে ইসরাইল বলছে, স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসকে অব্যশই নিরস্ত্র করতে হবে যা হামাসের কাছে একদম অগ্রহণযোগ্য।-রেডিও তেহরান