সংবিধান মুদ্রণযন্ত্র জাদুঘরে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সম্মতির পর বাংলাদেশ সরকারের প্রথম সংবিধান মুদ্রণযন্ত্র জাতীয় জাদুঘরে যাচ্ছে।এজন্য ‘ক্রাবট্রি ডাবল ডেমি টু কালার অফসেট প্রেস’ মেশিনটি শিগগিরই সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
মেশিনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সাধারণ জনগণের প্রদর্শনের জন্য জাতীয় জাদুঘরে সংরক্ষণের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্মতি দিয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে মুদ্রণযন্ত্রটি ঢাকায় মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের বিজি প্রেসে সংরক্ষিত আছে। ইংল্যান্ড থেকে আমদানিকৃত এ মেশিনে ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধান ছাপানো হয়। ১৯৮৬ সালে মুদ্রণ যন্ত্রটি অকেজো হয়ে যায়।