বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » দেশে এখন ঘুষের রাজত্ব:এরশাদ

দেশে এখন ঘুষের রাজত্ব:এরশাদ 

ডেস্ক রিপোর্টঃ  প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন- জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু সরকার সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশে এখন মৌলিক অধিকার নেই। আমি সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে নিরাপত্তা দিতে চাই।
বুধবার বিকেলে জাতীয় পার্টির কাকরাইলস্থ কার্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন- ‘দেশে এখন ঘুষের রাজত্ব চলছে। কনস্টেবলের চাকরিতে ঘুষ লাগে ৫ লাখ, স্কুলের টিচারে ঘুষ লাগে ৮ লাখ, অডিটে লাগে ১০ লাখ। হাওয়া ভবন আজ ঘরে ঘরে। ঘুষ, দুর্নীতি মহামারিতে রূপ নিয়েছে। সরকার কি জেগে আছে? যদি থাকেন তাহলে এসব বন্ধ করুন।’ers
এরশাদ বলেন, ‘আজ মানুষের নিরাপত্তা নেই। সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সিগারেট মন্ত্রীর কথা শুনে লজ্জা লাগে। জানি না, সে এখন কি অবস্থায় আছে। দেশের মানুষ পরিবর্তন চায়। আমরা মানুষকে নিরাপত্তা দেবো। বিনিয়োগের পরিবেশ দেবো।’
তিনি বলেন, আইনের শাসন না থাকলে মানুষের মৌলিক অধিকার থাকে না। দেশে এখন ঘুষ-দুর্নীতি ও গুম চলছে। দলীয়করণের কারণেই সরকারের এই দূরাবস্থা।’
এরশাদ নিজ দলের নেতাদের সতর্ক করে দিয়ে বলেন, ‘আমিই জাতীয় পার্টির সর্বময় ক্ষমতার মালিক। তাই যারা কর্মসূচিতে আসে না তাদের বলবো, আগামী নির্বাচনে মনোনয়ন পেতে হলে আমার কাছেই আসতে হবে। আর যদি কর্মসূচিতে না আসো তাহলে বিপদ হতে পারে।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। সংবর্ধিতরা হলেন জাপার নবনিযুক্ত মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা ও জাপার সিনিয়র যুগ্মমহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।
সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়শল চিশতী, সাইদুর রহমান টেপা, বাহাউদ্দিন বাবলু প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone