মার্কিন সাংবাদিকের শিরচ্ছেদ করলো আইএস
ইন্টারন্যাশনাল ডেস্কঃ ইরাকে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন (আইএস) জেমস ফলি নামের এক মার্কিন সাংবাদিককে শিরচ্ছেদ করে হত্যা করেছে। সংগঠনটির একটি ভিডিও বার্তায় বুধবার এমন তথ্য পাওয়া গেছে।সাংবাদিক জেমস ফলি ২০১২ সালের ২২ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেনভিডিও বার্তায় বলা হয়েছে, ইরাকে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাবে আইএস এ ঘটনা ঘটিয়েছে।
আর আইএসকে নির্মুল করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষনা দেয়ার পরপরই ওই সাংবাদিকের শিরচ্ছেদ করা হয়।এদিকে, নিহত সাংবাদিক জেমসের মা ডেনি ছেলের জন্য গর্বিত অনুভব করে বলেন, বিশ্ববাসীর কাছে সিরিয়ার মানুষজনের দুঃখ-দুর্দশা ও মানবিক বিষয়গুলো তুলে ধরতে আমার ছেলে জীবন দিয়েছে। তার এ মৃত্যু দেশের জন্য অত্যান্ত সম্মানের। সূত্র: বিবিসি, সিএনএন.