নওয়াজ শরীফকে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারিঃইমরান
ইন্টারন্যাশনাল ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতা ছাড়তেই হবে বলে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের(পিটিআই) প্রধান ইমরান খান। দেশটির রাজধানী ইসলামাবাদে সরকার পতনের দাবিতে আজাদি আন্দোলনের সমাবেশে বুধবার তিনি একথা বলেন।ইমরানের পিটিআই’র সাথে যৌথ আন্দোলন করছেন আধ্যাতিক নেতা তাহির-উল কাদরির পাকিস্তান আওয়ামি তেহরিক পার্টি (পিএটি)। দল দু’টি মঙ্গলবার বিকেল থেকে রাজধানী ইসলামাবাদের ‘রেডজোনে’ আলাদা সমাবেশ করছে। যদিও সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে রেড জোনে প্রবেশ করতে ইমরানকে অনুরোধ জানানো হয়েছিল।রেডজোনের’ মধ্যে পার্লামেন্টসহ গুরুত্বপূর্ণ অনেক সরকারী অফিস রয়েছে। তাই যেকোনো ভয়াবহ পরিস্থিতি এড়াতে প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে। ইতোমধ্যেই ইসলামাদের বিভিন্ন এলাকা থেকে পিটিআই ও পিএটি’র প্রায় ২ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ইমরান খান বলেছেন, নির্দিষ্ট আল্টিমেটামের মধ্যেই নওয়াজকে সরে যেতে হবে। তিনি সব পাকিস্তানি জনগণকে সমাবেশে যোগ দিয়ে সরকার পতনের এই আন্দোলনে ভুমিকা রাখতে আহ্বান করেছেন। পাশাপাশি পুলিশকে কোন অন্যায় সিদ্ধান্ত না নিতেও অনুরোধ করেছেন।ইমরান আরো বলেন, পিটিআই’র নেতৃত্বে দেশে প্রকৃত গণতন্ত্র আনতে আমরা চেষ্টা করে যাচ্ছি।তাহির-উল কাদরি বলেছেন, আমাদের আন্দোলন হবে শান্তিপ্রিয়। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ করছি। গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তিও দাবি করেন তিনি।এদিকে, পাকিস্তানের ফেডারেল মন্ত্রী সাদ রফিকী এক টুইট বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশের কল্যাণে পিটিআই নেতা ইমরান খানের সঙ্গে শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান রফিকী।প্রসঙ্গত, গত বছরের মে মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ তুলেছেন পিটিআই নেতা ইমরান খান ও পিএটি নেতা তাহির-উল কাদরি। ওই নির্বাচনে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ, সরকার পতন ও পূন:নির্বাচনের দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছেন এই দুই নেতা।এরই ধারাবাহিকতায় পিটিআই নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাঞ্জাবের লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ শুরু করেন। শুক্রবার তাদের গাড়িবহরে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা-কর্মীরা জুতা, ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছুঁড়েছেন বলে অভিযোগ পিটিআই’র।এছাড়া তাহির উল ক্বাদরি তার দলের সমর্থকদের হত্যার দায়ে নওয়াজ শরীফ ও তার ভাই পাঞ্জাবের মূখ্যমন্ত্রী শাহবাজ শরীফের পদত্যাগ ও গ্রেফতার দাবি করেন। সূত্র: দ্যা ডন