ম্যানইউতে রোজো
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার মারকোস রোজা স্পোর্টিং ক্লাব ছেড়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন। তাকে বিক্রি করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং।রোজাকে ২০ মিলিয়ন ইউরোতে ম্যানইউর কাছে বিক্রি করতে সম্মত হয়েছে স্পোর্টিং। তবে শর্ত বেঁধে দিয়েছে ক্লাব, যদি ভবিষ্যতে রোজাকে ম্যানইউ ২৩ মিলিয়ন ইউরোর বেশি দামে বিক্রি করে তবে ২০ ভাগ দিতে হবে তাদের।
তবে নানিকে বিক্রির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ক্লাব। যথারীতি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আবারও স্পোর্টিংয়ে আসবেন ২৭ বছর বয়সী নানি। তবে এক বছরের জন্য তাকে স্পোর্টিং নিলেও এ জন্য ম্যানইউকে কোনো অর্থ দেবে না ক্লাবটি।ব্রাজিল বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছেন ডিফেন্ডার রোজো। প্রতিযোগিতায় মাত্র চারটি গোল হজম করেছিল আর্জেন্টিনা। আর ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরেছে মেসিরা।