জাপানে ভূমিধসে নিহত ১৮
ইন্টারন্যাশনাল ডেস্কঃ জাপানের পশ্চিমাঞ্চলে ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ১৩ জন।
বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার রাতে হিরোশিমার শহরতলিতে একটি পাহাড়ের ধারে প্রবল বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস ঘটে। এতে অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার তৎপরতা জোরদার করতে প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
পুলিশের দেয়া তথ্য থেকে সংবাদমাধ্যমে জানানো হয়, নিহত ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে।
উদ্ধারকাজের জন্য এরই মধ্যে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।