ভারতের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়!
স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলের নাকানি-চুবানি দেখে অনেকেই কোচ ডানকান ফ্লেচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা প্রশ্ন তুলেছেন কোচের বয়স নিয়েও। ৬৫ বছরের ‘বুড়ো’ ফ্লেচার নাকি ভারতের মতো একটি দলের অভিভাবকের দায়িত্ব পালনে পুরোপুরিই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
ভারতের প্রাক্তন ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ এক বিবৃতিতে বলেন, ‘বয়সের ভারে নির্জীব ফ্লেচারের মধ্যে কোনো চনমনে ভাব দেখছি না। তাকে দেখলেই মনে হয়, তিনি ক্লান্ত। আবার বিধ্বস্তও। অনুশীলনের মাঠেও তাকে দেখা যায় এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে ঝিমোতে। দলটাকে মনে হয় একেবারেই অভিভাবকহীন!
’তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড কি নতুন অভিভাবকের সন্ধানে নেমেছে? এই প্রশ্নই বিরাজ করছে ক্রিকেটপ্রেমীদের মনে। আর সেই নতুন অভিভাবকের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। ফ্লেচারের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে উঠে এসেছে রবি শাস্ত্রীর নামও।ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হওয়ার পর ফ্লেচারের বিদায় এখন সময়ের অপেক্ষা। বিসিসিআই আকারে-ইঙ্গিতে তাকে বুঝিয়ে দিয়েছে, বহিষ্কারের আগেই তিনি যেন মান বাঁচাতে তার পদত্যাগপত্রটি বোর্ডের কাছে জমা দেন।বিসিসিআইয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘ডানকানকে আর সময় দেওয়া হবে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তিনি পদত্যাগ করতে চাইলে বোর্ড তাকে আটকাবে না।’