থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী জেনারেল প্রেউথ চ্যান
ইন্টারন্যাশনাল ডেস্কঃ পার্লামেন্টের ভোটে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হলেন সেনাপ্রধান জেনারেল প্রেউথ চ্যান ওচা। এর মধ্যদিয়েদক্ষিণ এশিয় দেশ থাইল্যান্ডের ক্ষমতার মসনদে সেনাবাহিনীর অবস্থান আরো পাকা হলো। বৃহস্পতিবার সকালে পার্লামেন্টের সদস্যদের ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন সামিরক চ্যান ওচা।
এর আগে ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে তাঁর আমলে বিতর্কিত ভোটের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট ভেঙে দিয়ে হুট করে ক্ষমতা দখল করা সামরিক জান্তা সেনাপ্রধান জেনারেল প্রেউথ চ্যান ওচা দেশের পুলিশ বাহিনী এবং সেনা সদস্যদের নিয়ে একটি নতুন পার্লামেন্ট গঠন করেন। চলতি বছরের মে মাসে দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে এক অভুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন ওচা। পরে ইংলাককে দেশছাড়া করা হয়।নিয়মানুযায়ী থাই পার্লামেন্টের ১৯৭জন সদস্যকে মনোনয়ন দেবেন প্রেউথ চ্যান ওচা। তিনি আগেই ঘোষণা দিয়েছেন ২০১৫ সালের আগে দেশটিতে কোনো সাধারন নির্বাচন নয়।