জয়পুরহাটে বিজিবি’র উদ্ধারকৃত ২ কোটি টাকার চোরাচালানী পণ্য ধ্বংস
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) উদ্ধারকৃত প্রায় ২ কোটি টাকার বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য গতকাল ধ্বংস করা হয়েছে। বিজিবি সূত্র একথা জানায়।
ধ্বংস করা চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে ২০ হাজার ৬৫ বোতল ফেন্সিডিল, আড়াই কেজি লুজ ফেন্সিডিল, মদ তৈরির উপকরণ ৪৫ লিটার, দেড় কেজি লুজ মদ, লুজ বিয়ার ৩০০ মিলিলিটার, গাঁজা সাড়ে ৮ কেজি, বিভিন্ন প্রকারের ড্রাগ ইনজেকশন ১১ হাজার ৯৪টি ও সিরাপ ৫৯টি।
এছাড়াও রয়েছে ৫৯ হাজার ৩শ’ ২৫ প্যাকেট বিস্ফোরক দ্রব্য। উদ্ধারকৃত এসব পণ্যের মূল্য ১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৪৫৩ টাকা।
চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৯ আগস্ট পর্যন্ত এসব চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।
নিষিদ্ধ পণ্য ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট-৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের সহকারি পরিচালক নাজমূল কবির, জয়পুরহাট র্যাবের উপ-পরিচালক রফিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসনাত প্রমুখ।