বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১২

গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১২ 

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।গাজার মধ্যাঞ্চলের একটি বাড়িতে শনিবার ভোরে ইসরায়েলি বিমান হামলা চালালে একই পরিবারের ৫ সদস্যসহ ১২ জন নিহত হন।নিহতদের মধ্যে দুই জন নারী ও দুই শিশু রয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন।গাজার দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানান, একই পরিবারের নিহত ৫ সদস্যের মধ্যে রয়েছেন ২৮ বছর বয়সী এক ব্যক্তি, তার স্ত্রী (২৬) ও তাদের ৩ ও ৪ বছর বয়সী দুই ছেলে। তাদের সঙ্গে বাড়িতে থাকা ওই ব্যক্তির ৪৫ বছর বয়সী ফুপুও নিহত হন।এদিকে, নুসিরাত শরণার্থী শিবিরের কাছে আল-জাওয়াদা এলাকায় ইসরায়েলি হামলায় ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এপি।গাজা এলাকায় শনিবার সকালে প্রায় ২০টি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ডে হামাসের ছোড়া তিনটি রকেট আঘাত করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েল।]

gaza

শনিবার সকালে ইসরায়েলি বাহিনী ও হামাসের পাল্টাপাল্টি হামলায় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায় ও গাজা এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।এদিকে, হামাসের ছোঁড়া রকেটে ইসরায়েলি শিশু নিহত হওয়ার জের ধরে গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছে ইসরায়েল। শুক্রবার হামাসের ছোড়া রকেট ইসরায়েলের নাহাল ওজ এলাকায় রাখা দুইটি গাড়িতে আঘাত করলে ৪ বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে ইসরায়েল।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী গত ৮ জুলাই থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্যানুযায়ী নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৪৭৮ জন শিশু। এদের মধ্যে ৩২০ জনের বয়স ১২ বা তার চেয়েও কম।এদিকে, এই সংঘাতে প্রাণ হারিয়েছেন ৬৮ ইসরায়েলি। এদের মধ্যে ৬৪ জন সেনাসদস্য, তিন জন বেসামরিক নাগরিক ও একজন থাই কর্মী। সূত্র : আল জাজিরা

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone