বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » পর্যটন » বিশ্বে বসবাস অযোগ্য শহরের দ্বিতীয় ঢাকা

বিশ্বে বসবাস অযোগ্য শহরের দ্বিতীয় ঢাকা 

পর্যটন ডেস্কঃ   বিশ্বে সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকার স্থান ১৩৯। বৃটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট গ্রুপের সংগঠন দ্য ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটে (ইআইইউ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইআইইউ’র প্রতিবেদন অনুযায়ী- টানা চতুর্থবারের মতো বসবাসের সবচেয়ে উপযোগী শহর হিসেবে স্থান অটুট রেখেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

da

(ছবি মোঃ জাফর ইকবাল)

এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এর পরেই রয়েছে, ভ্যাঙ্কুভার (কানাডা), টরন্টো (কানাডা), অ্যাডিলেড (অস্ট্রেলিয়া), ক্যালগ্যারি (কানাডা), সিডনি (অস্ট্রেলিয়া), হেলসিঙ্কি (ফিনল্যান্ড), পার্থ (অস্ট্রেলিয়া), অকল্যান্ড (নিউজিল্যান্ড)।গত ছয় মাস ধরে ১৪০টি নগরীর ওপর পরিচালিত জরিপে স্থিতিশীলতা, স্বাস্থ্যপরিচর্যা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামোর মতো বিষয় বিবেচনা করে তালিকাটি তৈরি করা হয়েছে। এর মধ্যে ২০টি শহরের অবস্থান গত সূচকের থেকে পরিবর্তিত হয়েছে। এতে বলা হয়েছে, লন্ডন ও নিউ ইয়র্কের মতো শহরগুলো অনেক দিক থেকে এগিয়ে থাকলেও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে তারা পিছিয়ে পড়েছে। অন্য দিকে, ঢাকার চেয়ে খারাপ কেবল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। তালিকায় নিচের দিক থেকে ঢাকার উপরে আছে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোর্সবি, নাইজেরিয়ার রাজধানী লাগোস, জিম্বাবুয়ের রাজধানী হারারে, পাকিস্তানের করাচি ও আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, লিবিয়ার রাজধানী ত্রিপোলি, ক্যামেরুনের দোয়ালা ও আইভরি কোস্টের রাজধানী আবিদজান।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone