কোচকে লালকার্ড
স্পোর্টস ডেস্কঃ নিবার নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে স্পোনিশ সুপার কাপ ঘরে তুলেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে মৌসুমের প্রথম শিরোপ ঘরে তোলার দিন অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমেওনে জন্ম দিয়েছেন একটি বিতর্কিত ঘটনার। ম্যাচের এক মুহুর্তে রেফারির সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ায় লালকার্ড দেখে ডাগআউট ছাড়েন সিমেওনে।
ঘটনা ঘটে ম্যাচের ২৫তম মিনিটে। এই সময় ম্যাচের চতুর্থ রেফারির সঙ্গে তীব্র বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন অ্যাতলেটিকো কোচ। এর জের ধরেই ম্যাচের প্রথম রেফারি লালকার্ড দেখান সিমেওনকে। ফলে সাথে সাথেই ডাটআউটের বাহিরে যেতে হয় সিমেওনেকে।
ওই সময় ম্যাচে ১-০ তে এগিয়ে ছিলো অ্যাতলেটিকো মাদ্রিদ। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়াতে ঐ গোলেই শেষ পর্যন্ত নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করে আগে অ্যাতলেটিকে। শনিবার ১-০ তে জেতাতে দুই লেগ মিলে ২-১ তে জিতে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে দিয়েগো সিমেওনের শিষ্যরা।