আইভী রহমানের বাসায় প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী আইভী রহমানের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল ৫টা ২০ মিনিটে গুলশান-২ এ আইভি টাওয়ারে পৌঁছান প্রধানমন্ত্রী।জানা যায়, সেখানে প্রধানমন্ত্রী দোয়া মাহফিলে অংশ নিবেন।
এর আগে রোববার সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও আইভী রহমানের ছেলে নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ চলাকালে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভী রহমান গুরুতর আহত হন।পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সে বছরেই ২৪ আগস্ট (৪ দিন পর) তিনি পরলোকগমন করেন।