বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আইভী রহমানের বাসায় প্রধানমন্ত্রী

আইভী রহমানের বাসায় প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদকঃ  ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী আইভী রহমানের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল ৫টা ২০ মিনিটে গুলশান-২ এ আইভি টাওয়ারে পৌঁছান প্রধানমন্ত্রী।জানা যায়, সেখানে প্রধানমন্ত্রী দোয়া মাহফিলে অংশ নিবেন। hasina

এর আগে রোববার সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও আইভী রহমানের ছেলে নাজমুল হাসান পাপনও উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ চলাকালে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভী রহমান গুরুতর আহত হন।পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সে বছরেই ২৪ আগস্ট (৪ দিন পর) তিনি পরলোকগমন করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone