বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সেপ্টেম্বরের শুরুতে হাসিনার কাছে যাবেন নেতারা

সেপ্টেম্বরের শুরুতে হাসিনার কাছে যাবেন নেতারা 

রোকন উদ্দিনঃ   ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি নিয়ে আলোচনা করতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চিন্তাভাবনা করছেন মহানগর আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে সেপ্টেম্বরের শুরুতে তার সঙ্গে দেখা করতে যাবেন নেতারা।
কমিটি সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর কমিটি অবিভক্ত রাখার পক্ষে যুক্তি তুলে ধরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। সেই সঙ্গে মহানগর কমিটির বর্তমান কার্যক্রম ও সার্বিক অবস্থা সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করবেন।

hasin

ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ এইদেশ এইসময়কে বলেন, ‘মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে আমরা প্রধানমন্ত্রীকে কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছি। তারপরও নেত্রী যদি সময় দেন আমরা কমিটির নানা বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করব।’
সূত্রমতে, মহানগর আওয়ামী লীগের অপেক্ষাকৃত তরুণ নেতারা অবিভক্ত মহানগর কমিটির বদলে বিভক্ত কমিটির (উত্তর-দক্ষিণ) পক্ষে। তারা চান বর্তমান মহানগরের একক কমিটি ভেঙে দিয়ে তা যেন দুই ভাগ করা হয়। বিভক্ত কমিটি গঠনে প্রধানমন্ত্রী অনেকটা নমনীয় বলে দাবি করেছেন নগর আওয়ামী লীগের বেশ কয়েকজন তরুণ নেতা। তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের অবিভক্ত কমিটির পক্ষের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা মহানগর আওয়ামী লীগের কর্মসূচি মূলত পালিত হয় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও সোহরাওয়ার্দী উদ্যানে। অধিকাংশ কর্মসূচিতে অংশ নেওয়া দলীয় নেতাকর্মী আসেন যাত্রাবাড়ী থেকে শুরু লালবাগ এলাকা থেকে। ঢাকার অন্য অংশ থেকে নেতাকর্মী অনেক কম আসেন। তারা যদিও আসেন, তাদের জন্য গাড়ির ব্যবস্থা করতে হয়।’
মহানগর কমিটির বিভক্তির বিপক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘মহানগর কমিটি দুইভাগ হলে নেতৃত্বের চেইন অব কমান্ড থাকবে না। দলের মধ্যে কোন্দল দেখা দেবে। বিভিন্ন এলাকার নেতৃত্ব নিয়ে কোন্দল সৃষ্টি হবে। নেতাকর্মীদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখা দেবে।’
জানা গেছে, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন, মহানগর নেতা শহিদুল ইসলাম মিলন, আব্দুল হক সবুজ, ইসমত জামিল লাবলু, ডা. দিলীপ রায়, এ কে আজাদ, আলী নেওয়াজ খান, শেখ সেকেন্দার আলী, বাচ্চু মিয়াসহ অর্ধশতাধিক নেতা অবিভক্ত কমিটির ব্যাপারে একমত রয়েছেন। এ ছাড়া থানা কমিটির নেতাদের মধ্যে রয়েছেন আলমগীর চৌধুরী, গোলাম আশরাফ তালুকদার, ইলিয়াসুর রহমান বাবুল, আবু মান্নাফি, ওসমান গনি হারুনুর রশিদ মুন্না, সুন্দর আলী প্রমুখ।
মহানগরের অবিভক্ত কমিটি রাখার পক্ষে এক শীর্ষ নেতা বলেন, ‘সিটি করপোরেশন দুই ভাগ করা হয়েছে। তাই বলে আওয়ামী লীগের মহানগর কমিটিও দুই ভাগ করতে হবে? যারা কমিটি বিভক্তির চিন্তাভাবনা করছেন তারা দলকে দুর্বল করতে চান কি না তা খতিয়ে দেখতে হবে। আমাদের নেত্রী মহানগর কমিটি সম্পর্কে অবগত আছেন। তিনি এ ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন আমরা তা গ্রহণ করব।’
অন্য সূত্রের দাবি, ঢাকা মহানগর কমিটির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মোহাম্মদ সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও হেদায়েতুল ইসলাম স্বপন বিভক্ত কমিটির পক্ষে।
নতুন কমিটির বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া  এইদেশ  এইসময়কে বলেন, ‘কমিটির ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। আগস্ট শোকের মাস। এ মাসে কমিটি নিয়ে কিছু বলতে চাই না।’
নতুন কমিটি নিয়ে আলোচনা করতে শেখ হাসিনার কাছে যাচ্ছেন কি না জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ দ্য রিপোর্টকে বলেন, ‘আমি কিছুই জানি না। ঢাকা মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে কাউন্সিলররা জননেত্রী শেখ হাসিনাকে কমিটি গঠনের ব্যাপারে একক ক্ষমতা দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। এ ব্যাপারে তিনি যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মাথা পেতে নেব।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয় ২০০৩ সালের ১৮ জুন। কমিটির সভাপতি নির্বাচিত হন মেয়র হানিফ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। হানিফের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি হন এম এ আজিজ। পরে ২০১২ সালের ২৯ ডিসেম্বর ঢাকা মহানগর কমিটির কাউন্সিল হলেও সে সময় নতুন কমিটি ঘোষণা করতে পারেনি ক্ষমতাসীন দল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone