অভিশংসন বিল আগামী অধিবেশনেই পাস করা হবে
সোমবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি হলরুমে আইভী রহমানের দশম স্মরণসভা ও চলমান রাজনীতি র্শীষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।সুরঞ্জিত বলেন, বিচারপতিদের অভিশংসন বিল আগামী অধিবেশনেই পাস করা হবে। এটি কোন নতুন বিষয় নয়।
৭২ সালের সংবিধানে ও বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ছিল। এই ক্ষমতাটি অতীতে সামরিক ফরমানের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল।তিনি বলেন, এই সংশোধনী পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে করা উচিত ছিল। কিন্তু তখন কিছু স্বার্থান্বেষী মহলের কারণে তা করা হয়নি।বিগত বিএনপির সরকারের আইনমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এর পক্ষে বলেছেন উল্লেখ্য করে সুরঞ্জিত বলেন, তিনি (মওদুদ) একটি পত্রিকায় স্টেটম্যান দিয়ে বলেছিলেন, এই আইনটি যদি সংসদে আনা হয়, তাহলে আমি এর পক্ষে ভোট দেব।এটি সংসদীয় গণতন্ত্রের চরিত্র এবং ৭২ সালের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে আমরা আইনটি ফিরিয়ে আনছি বলেও জানান তিনি।মির্জা ফখরুল সর্ম্পকে সুরঞ্জিত বলেন, উনি কেন গরম হচ্ছেন আর ওনার কোথায় লেগেছে আমরা তা জানি। নিজেদের ভুল আর বিভ্রান্ত রাজনীতির কারণে দলীয় কর্মীদের ধরে রাখতে না পেরে তিনি (ফখরুল) গরম হয়ে গেছেন।২১ আগস্ট গ্রেনেড হামলা রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, কোথা থেকে কীভাবে গ্রেনেড এসেছিল তা হাওয়া ভবনই ভাল জানতো। এই রক্তপাতের জন্য খালেদা ও তারেক দায়ী। এ অভিযোগ থেকে তার কখনোই বাঁচতে পারবে না।সাংসদ হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।