জান্তা প্রধানমন্ত্রীকে থাই রাজার স্বীকৃতি
ইন্টারন্যাশনাল ডেস্কঃ থাইল্যান্ডের সামরিক বাহিনীর প্রধান জেনারেল প্রায়ুথ চান-ওচাকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন দেশটির রাজা ভূমিবল আদুলিয়াদেজ।
সোমবার রাজপ্রাসাদের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এক রাজকীয় ফরমানে বিষয়টি জানানো হয়।
ফরমানে বলা হয়, মহামান্য রাজা জেনারেল প্রায়ুথ চান-ওচাকে আজ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করার অনুমতি দিয়েছেন। রাজা ভূমিবলের এই অনুমতি দেয়া আনুষ্ঠানিকতা মাত্র।বৃহস্পতিবার নিজের মনোনীত লোকদের নিয়ে গড়া পার্লামেন্ট প্রায়ুথকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে।সোমবারই ব্যাংককে সেনবাহিনীর সদর দপ্তরে প্রধানমন্ত্রী হিসেবে প্রায়ুথের রাজকীয় অভিষেক অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। আসছে সেপ্টেম্বরে সেনাপ্রধান হিসেবে অবসরে যাওয়ার কথা রয়েছে তার।
Posted in: জাতীয়