বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » লজ্জা এড়াতে আজ জিততে হবে টাইগারদের

লজ্জা এড়াতে আজ জিততে হবে টাইগারদের 

স্পোর্টস ডেস্কঃ  সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করলেও ভালো করতে পারছে না ওয়াডেতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের আশা জাগিয়েও হেরে গেলো মুশফিক বাহিনী। সিরিজের শেষ ম্যাচে আজ লজ্জা এড়াতে হলে টাইগারদের জিততেই হবে।
বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায় তৃতীয় ওয়াডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে মুশফিকরা। তবে চূড়ান্ত লজ্জা এড়াতে  এই ম্যাচে জিততে হবে টাইগারদের। নয়তো আজকের ম্যাচে হারলে ৩-০ তে হোয়াইটওয়াশ হতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে।

bang

অন্য দিকে তিনটি ওয়ানডে সিরিজের প্রথম দুইটি ম্যাচে জয় পেয়ে ট্রফি নিশ্চিত করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটরা।
স্বাগতিকদের জয়ের বড় অবদান রামদিনের সঙ্গে পোলার্ডের ১৪৫ রানের বড় জুঁটি। আর এ জুঁটির কাছেই পরাজয় মানতে হয় মুশফিকদের। তামিম ইকবাল ও এনামুল হক বিজয় উদ্বোধনী ব্যাট করতে নেমে বোলার হোল্ডারের বল পুল করতে গিয়ে পোলার্ডকে ক্যাচ দিয়ে ২৬ রানের মাথায় বিদায় নেন তামিম। তারপর ধারাবাহিকভাবে উইকেট বিলিয়ে দেন টাইগাররা। তবে এনামুল হক বিজয় প্রথম ওয়ানডেতে ১৩৩ বলে ১০৯ রান করেও জয় দেখাতে পারেনি দলকে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে যায় ২৪৮ রানের লক্ষ্যের পেছনে তাড়া করে। তামিম-এনামুলরা অলআউট হয়ে যান মাত্র ৭০ রান করে। এর আগেও ৫৮ রানে ঘরোয়া ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হয় টাইগাররা।
দ্বিতীয় ম্যাচে হারের কারণ হিসেবে অধিনায়ক মুশফিক বলেন, ব্যাটসম্যানদের দায়িত্বহীনতাই ডুবিয়েছে দলকে।
আজকের ম্যাচটির মাধ্যমেই শেষ হচ্ছে ওয়ানডে সিরিজ। এরপর ২৭ আগস্ট সেন্ট কিটস স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এরপর ১৩-১৭ সেপ্টেম্বর সেন্ট লুসিয়ায় শুরু হবে দুই ম্যাচের  আন্তজার্তিক টেস্ট।
এই খেলাগুলো বাংলাদেশ ঢেলিভিশন এবং বেসরকারি গাজী টিভিতে প্রচারিত হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone