বৃষ্টিপাতে ৩৫ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে সুনামগঞ্জে
সুনামগঞ্জ প্রতিনিধিঃ টানা বৃষ্টিপাতে ৩৫ বছরের ইতিহাসের রেকর্ড ভঙ্গ হয়েছে সুনামগঞ্জে। ৩৭০ মি.মি. রেকর্ড বৃষ্টিপাত হয়েছে (সোমবার) গত ২৪ ঘন্টায়। সুনামগঞ্জের লাউড়েরগড় পয়েন্টে এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এই বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ধর্মপাশা, জামালগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরমা নদীতেও রেকর্ড পরিমাণে পানি প্রবাহিত হয়েছে। ২০০৪ সালে সুরমা নদীর পানি বিপদসীমার ৯.৭৫ মিটার উপরে ওঠেছিল। সোমবার পর্যন্ত ৯.১৮ মিটার পর্যন্ত ওঠেছে।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, জেলার লাউড়েরগড় পয়েন্টে সোমবার ২৪ ঘন্টায় ৩৭০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৯৭৯ সালে এর আগে এই পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল। ৩৫ বছর পর এই রেকর্ড ভেঙ্গে আরো বেশি বৃষ্টি হয়েছে সুনামগঞ্জে।