সাকিবের শাস্তি কমলো বিসিবি
স্পোর্টস ডেস্ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তি কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি)। মঙ্গলবার দুপুর ২টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগেও খেলতে পারবেন সাকিব । তবে বিদেশি লিগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে।
এ সিদ্ধান্তের ফলে করে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে খেলার সুযোগ পাচ্ছেন এ অলরাউন্ডার।প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) অনাপত্তিপত্র না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রিমিয়ার লিগে খেলতে যান। এরপর জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ঝামেলায় জড়ান। এছাড়া সাকিবের বিপক্ষে আরো বেশ কয়েকটি অভিযোগ আনা হয়।এর জের ধরে দেশের সব ধরনের ক্রিকেট থেকে ৬ মাস নিষিদ্ধ হন সাকিব। একই সঙ্গে দেশসেরা ক্রিকেটারকে দেড় বছরের জন্য বিদেশের লিগে অংশগ্রহণ বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করে বিসিবি।গত ২০ জুলাই শাস্তি কমাতে আপিল করেন সাকিব আল হাসান। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও শাস্তি কমিয়ে দেয়ার আশ্বাস দেন।