বেবি পিয়ার বা শিশু নাশপাতি
অনলাইন ডেস্কঃ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চারা গাছ দ্রুত বড় করা যায়। ফল-ফসলের আকার-আকৃতি বাড়ানো যায় । জিন পরিবর্তন ঘটিয়ে ফসলের আকার-আকৃতির সঙ্গে সঙ্গে রঙও বদলে ফেলছেন বিজ্ঞানীরা। কিন্তু ফলকে মানব শিশুর আকৃতি দেয়ার বিষয়টি একেবারেই অভিনব।
সম্প্রতি চীনের বিজ্ঞানীরা এক ধরনের নাশপাতির জাত উৎপাদন করতে সক্ষম হয়েছেন যা দেখতে একেবারে মানব শিশুর মতো। আর সেজন্য এর নাম বেবি পিয়ার বা শিশু নাশপাতি। কোনো কোনো সময় এটিকে বুদ্ধ পিয়ার বলা হয়।প্লাস্টিকের ছাঁচ ব্যবহার করে চীনের ফার্মগুলোতে এ ধরনের নাশপাতি উৎপাদন করা হচ্ছে। ইতোমধ্যে দেশটির সুপার মার্কেটগুলোতে এগুলোর বেচাকেনাও শুরু হয়েছে।বেবি পিয়ার্সের পাশাপাশি হার্ট (হৃদযন্ত্র) আকৃতির শশা, গোলাকার তরমুজ ও অন্যান্য পুষ্টিকর ফলের ভিন্ন ভিন্ন আকৃতি দেয়ার চেষ্টা করছে। তবে মানব শিশু আকৃতির নাশপাতি খাওয়ার বিষয়টিকে সবাই ভাল চোখে দেখছেন না। সূত্র: দ্য ডেইলি মেইল